রিসেলার ওয়েব হোস্টিং
এই হোস্টিং এ ক্লায়েন্ট নিজেরাই ওয়েব হোস্ট সেবা প্রদানকারী হতে পারবেন। তাদের নিজস্ব ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার থাকতে পারে আবার নাও থাকতে পারে। অনেক রিসেলারদের তাদের ক্লায়েন্টদের বিক্রয় পরবর্তী প্রযুক্তিগত সহায়তার নিজেরাই প্রদান করে থাকে।

ডেডিকেটেড সার্ভার
ডেডিকেটেড সার্ভার একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার । যেখানে ইউজার নিজ পছন্দমত অপারেটিং সিস্টেম, হার্ডওয়ার, সফটওয়্যার ব্যবহার করতে পারে । এবং ডেডিকেটেড সার্ভারে থাকে নিজস্য রিসোর্স যা শেয়ার্ড নয় বরং ইউজার ইচ্ছা করলে রিসোর্স শেয়ার করে ইউজ করতে পারবে । হাই ট্র্যাফিক ওয়েব সাইট , ওয়েব হোস্টিং বিজনেস বা কর্পোরেট সার্ভিস এর ক্ষেত্রে ডেডিকেটেড সার্ভার ইউজ হয়ে থাকে ।

ভার্চুয়াল ডেডিকেটেড (ভিপিএস)- সার্ভার
ভার্চুয়াল সার্ভার বা ভিপিএস হল ভার্চুয়াল মেশিন, যদিও এগুলো ডেডিকেটেড অর্থাৎ ১ টা ফিজিক্যাল সার্ভারে বিদ্যমান থাকে। মূলকথা, ডেডিকেটেড সার্ভারেরই কিছু অংশ নিয়ে ভার্চুয়াল সার্ভারগুলো তৈরি হয় যেগুলো প্রায় ডেডিকেটেড সার্ভার অর্থাৎ ফিজিক্যাল সার্ভারের মতই আচরণ করে। সাইট যদি অত্যন্ত ভারী আর প্রচুর ভিজিটর আসার মত সামর্থ্যবান হয় তবে ভিপিএস বা ডেডিকেটেডই ভরসা।

শেয়ারড হোস্টিং
শেয়ার্ডের ক্ষেত্রে অনেকগুলো সাইট একটা ওয়েবসার্ভারে বিদ্যমান থাকে। প্রতিটি সাইটের জন্য সার্ভারে একটা করে স্বতন্ত্র “ফোল্ডার” থাকে, যেটি দিয়েই তারা সার্ভারের অন্য সাইটগুলো হতে আলাদা হয়ে থাকে। সবচেয়ে কম দামে এই ওয়েব হোস্টিং গুলোই পাওয়া যায়। আপনার অর্ডার সম্পূর্ণ করতে আপনি বিকাশ / ব্যাংক ট্রান্সফার করে সহজেই পেমেন্ট করতে পারবেন। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেও পেমেন্ট করতে পারবেন।

ক্লাউড সার্ভার
সাধারন কথায় যখন অনেকগুলি ডেডিকেটেড ওয়েব হোস্টিং সার্ভার এক সাথে একত্রে কাজ করে তখন সেটাকে সাধারনত ক্লাউড ওয়েব হোস্টিং সার্ভার বলা হয়। আসলে ক্লাউড ওয়েব হোস্টিং ছাড়া আনলিমিটেড ওয়েব স্পেস আর ব্যান্ডওউথ কল্পনাও করা যায় না।

About Domain | About Hosting | Home- Domain Registration