ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত সাধারণ তথ্যাবলিঃ

ওয়েব পেজঃ
ওয়েব সাইটের এক একটি হাইপারলিংক বা পেজ কে ওয়েব পেজ বলা হয়ে থাকে।

ওয়েব সাইটঃ
অনেকগুলো স্বতন্ত্র হাইপারলিংক বা পেজ মিলে একটি ওয়েব সাইট হয়ে থাকে। ওয়েবসাইট হচ্ছে এমন একটি আধুনিক মাধ্যম যার সাহায্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের পরিচয়কে বিশ্ববাসীর সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে।

ওয়েব ডিজাইনঃ
ওয়েব এ ব্রাউজ/সার্ফ করার উপযোগী করে যে ডকুমেন্ট তৈরি করা হয় তাকে ওয়েব ডকুমেন্ট বলে। এই ডকুমেন্ট বিভিন্ন লে-আউটে সুশৃঙ্খল ভাবে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার কৌশলই হচ্ছে ওয়েব ডিজাইন। যা একজন দক্ষ ও প্রফেশনাল ওয়েব ডিজাইনার করে থাকেন। এই ডকুমেন্ট তৈরি করার জন্য অনেক গুলো টুলস রয়েছে আবার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করেও ওয়েব ডিজাইন করা যায়। ওয়েব ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অামাদের সাথে যোগাযোগ করুন।

ডোমেইন এন্ড হোস্টিং
একটি ওয়েবসাইট তৈরির জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ডোমেইন এবং হোস্টিং সেট আপ। আপনি যদি লোকাল ডোমেইন-হোস্টিং নেন তাহলে আপনার হোস্টিং কোম্পানীই এই কাজটি করে দিবে।

হোস্টিং কেমন হওয়া উচিত?
হোস্টিং নির্বাচন করা কিছুটা কঠিন বিষয়। আপনার ওয়েবসাইট এর চাহিদা মত আপনাকে শেয়ারড, ভিপিএস কিংবা ডেডিকেটেড হোস্টিং প্যাকেজ বেছে নিতে হবে। এই ব্যাপার টা সম্পূর্ণ আপনার ও আপনার ওয়েবসাইট এর উপর নির্ভর করে।
ছোট ওয়েবসাইট এর জন্য শেয়ারড হোস্টিং ভালো। ওয়েব সাইটের যদি অনেক ভিজিটর থাকে বা হওয়ার সম্ভাবনা আছে এমন ওয়েবসাইট চালাতে হলে ভিপিএস হোস্টিং লাগবে।

আপনার ওয়েবসাইট এর সাইজ এর উপর নির্ভর করে হোস্টিং এর ডিস্ক স্পেস বাছাই করুন। বর্তমানে সস্তায় ১ জিবি - ২০ জিবি হোস্টিং পাওয়া যায়। ছোট ওয়েবসাইট এর জন্য ১ জিবি যথেষ্ট। ই-মেইল , ব্যান্ড উইথ, এফ টি পি, ডাটাবেস ফিচার গুলো বুঝে শুনে বাছাই করুন। মনে রাখবেন আন লিমিটেড ব্যান্ড উইথ ফিচার যুক্ত হোস্টিং প্যাকেজ ভালো। এতে কোনো মাসে হঠাত আপনার ওয়েবসাইট এ বেশি ভিজিটর এলে সমস্যা হবে না। ব্যান্ডউইথ এর জন্য বাড়তি চার্জ প্রদান করতে হয়।

ডিস্ক স্পেস
আপনাকে স্পেস এর কথা চিন্তা করতে হবে। আপনার ওয়েব সাইটের জন্য কতটুকু স্পেস লাগবে তা হিসাব করে নিন। আপনি যদি ব্যক্তিগত ওয়েব সাইট করতে চান যাতে শুধু কয়েকটা পেজ থাকবে তাহলে ব্যাকআপ সহ মিলিয়ে ১০০-৫০ এমবি স্পেসই যথেষ্ট। আর যদি ব্যক্তিগত ব্লগ টাইপের ওয়েব সাইট হয় তাহলে ৩০০ এমবি - ৫০০ এমবি স্পেসই যথেষ্ট। আর আপনি যদি চিন্তা করেন ছবি, গান, ভিডিও রাখবেন তবে আপনাকে বড় ওয়েব স্পেসের দিকে নজর দিতে হবে। অনেকেই দেখা যায় ২০০ এমবি হোস্টিং যথেষ্ট সাইট হোস্ট করার জন্য কিন্তু কিনে ফেলেন ১ জিবি - ৫০ জিবি। বছর বছর টাকা দিয়ে যাচ্ছেন কিন্তু ব্যবহার করতেছেন ১০০ এমবি। তাই অযথা স্পেসের জন্য অতিরিক্ত টাকা না দিয়ে সবচেয়ে ছোট প্লান থেকে শুরু করুন। আপনার যদি স্পেস বেশি প্রয়োজন পড়ে তাহলে পরবর্তী প্লানে আপগ্রেড করে নিবেন। এবং প্রায় সব কোম্পানিই আপগ্রেড সুবিধা দিয়ে থাকে।

আনলিমিটেড স্পেসের ফাঁদে পা দিবেন না। এটা একটা মার্কেটিং জঘন্য ট্রিকস। কোন কোম্পানিরই আনলিমিটেড স্পেস দেয়া সম্ভব না। একবার চিন্তা করুন তো আপনি মার্কেটে আনলিমিটেড হার্ডডিস্ক দেখেছেন কি না। সার্ভারও আমাদের পিসির মতোই।

ব্যান্ডউইথের পরিমান:
প্রতিবার পাঠক / দর্শক যতগুলো পেজ আপনার ওয়েবসাইট ভিজিট করে, ততগুলো পেজ, ছবি, গান, ভিডিও অর্থাৎ ওইসব পেজে যা কিছু আছে সবগুলোই পাঠকের কম্পিউটারে ডাউনলোড হয়। প্রাথমিক অবস্থায় একটা সাইটের ১ জিবি ব্যান্ডউইথই যথেষ্ট। পারসোনাল সাইটের জন্য এর চেয়ে বেশি লাগার কথা না। আর আপনার সাইটে যদি প্রচুর ইমেজ, ভিডিও ইত্যাদি থাকে তাহলে প্রচুর ব্যান্ডউইথ লাগতে পারে। ১০ জিবি - ১০০ জিবি অথবা তারচেয়ে ও বেশি। ওয়েবসাইট হোস্টিং করার সময় যে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করতে হবে, তা হলো আপনাকে মাসে কি পরিমান ব্যান্ডউইথ দেয়া হবে তা। এখানে ব্যান্ডউইথ বলতে বুঝানো হয় যে ইউজাররা সেই ওয়েবসাইট থেকে মাসে কি পরিমান ডাটা ডাউনলোড করতে পারবে তার পরিমান। ব্যান্ডউইথ হিসাব আপনি খুব সহজে করতে পারবেন। ধরা যাক, আপনার ওয়েবসাইটিতে প্রতিটি ওয়েবপেজের টেক্সট সাইজ ৩ কেবি(কিলোবাইট) এবং গ্রাফিক্স সাইজ ১০ কেবি(কিলোবাইট); প্রতিদিন গড়ে ১০০ জন ভিজিটর গড়ে ৩টি করে পেজ ভিজিট করে । তবে মোট ব্যান্ডউইথ দরকার = (৩ কেবি + ১০ কেবি)*১০০*৩*৩০ = ১,১৭,০০০ কেবি(কিলোবাইট) = ১১৪.২৬ এমবি (মেগাবাইট)। তাহলে আপনাকে অবশ্যই আনুপাতিক হিসাবের চেয়ে বেশি ব্যান্ডউইথ কিনতে হবে শুরুতেই । আপনি জেনে নিবেন ভবিষতে আরো বেশী ব্যান্ডউইথ কিনতে চাইলে কত মূল্য পরিশোধ করতে হবে। আজকাল অবশ্য অনেক ওয়েব হোস্টিং কোম্পানি আনলিমিটেড ব্যান্ডউইথ দিয়ে থাকে। সেক্ষেত্রে তাদের সার্ভারের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ক্যাপাসিটি এবং লোড সম্পর্কে জেনে নিন।

আপটাইম গ্যারান্টিঃ
একটি ওয়েবসাইটের জন্য আপটাইম বিষয়টি খুবই জরুরী। হোস্ট সার্ভার যতক্ষন সচল থাকবে, আপনার ওয়েবসাইটও ততক্ষন সক্রিয় থাকবে। এটা কেবলমাত্র পাঠকের জন্যই গুরুত্বর্পূণ নয়, বরং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও অনেক গুরুত্ববহন করে। পাঠক একবার আপনার ওয়েবসাইটে আসে দেখলো আপনার ওয়েবসাইট কাজ করছে না, তখন তার মনে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং সে ভবিষ্যতে নাও আসতে পারে। ঠিক তেমনি সার্চ ইঞ্জিনের বট ইনডেক্সের সময় ওয়েবসাইট ডাউন থাকলে, সে ফিরে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইট ইনডেক্স হওয়া থেকে বঞ্চিত হবেন। এখন প্রতিটি হোস্টিং কোম্পানিই ৯৯.৯% টাইম সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এদের প্রকৃত আপটাইমের হিসেব পাওয়া সম্ভব নয়। তাই কেনার আগে যে কোম্পানি থেকে কেনার কথা চিন্তা করছেন সে কোম্পানির নামের সাথে আপটাইম শব্দটি লাগিয়ে সার্চ দিন। আর কোম্পানি যদি কোন মাসে আপটাইম গ্যারান্টি রক্ষা না করতে পারে তাহলে সে জন্য ক্রেডিট প্রদান করে কি না চেক করে নিতে হবে। কোম্পানির ওয়েব সাইটে টার্মস অব সার্ভিসেস লিংকে এ সম্পর্কিত বিস্তারিত লেখা থাকে। সাইটের আপটাইম যত বেশি হয় তত ভাল। কিন্তু আপনাকে সাইট মনিটরিং করে বের করতে হবে কতক্ষণ আপনার সাইট “আপ এন্ড রানিং” অবস্থায় আছে।

হোস্টিং এর সুযোগ-সুবিধা স্পেস, ব্যান্ডউইথ, ডাটাবেস ইত্যাদি বিবেচনায় দর-দামের চিত্রঃ

ডিলাক্স প্যাকেজ
মূল্য= ১৫০০ টাকা ডিস্ক স্পেস: ৫০০ মেগাবাইট ডাটা ট্রান্সফার: ০৫ গিগাবাইট মাসিক

গিগা হোস্ট প্যাকেজ
মূল্য=১৮০০টাকা ডিস্ক স্পেস: ১০০০ মেগাবাইট ডাটা ট্রান্সফার: ১০ গিগাবাইট মাসিক

ক্লাসিক প্যাকেজ
মূল্য=৩০০০টাকা ওয়েব স্পেস: ২০০০ মেগাবাইট ডাটা ট্রান্সফার: ২০ গিগাবাইট মাসিক ওয়েবমেইল ও সাবডোমেইন মাই-এসকিউএল ডিবি

বিজনেজ প্যাকেজ
মূল্য= ৪৫০০টাকা ডিস্ক স্পেস: ৩০০০ মেগাবাইট ডাটা ট্রান্সফার: ৩০ গিগাবাইট মাসিক আনলিমিটেড ওয়েবমেইল আনলিমিটেড সাবডোমেইন আনলিমিটেড মাই-এসকিউএল ডিবি

কর্পোরেট প্যাকেজ
মূল্য=৭০০০টাকা ডিস্ক স্পেস: ৫০০০ মেগাবাইট ডাটা ট্রান্সফার: ৫০ গিগাবাইট মাসিক আনলিমিটেড ওয়েবমেইল আনলিমিটেড সাবডোমেইন আনলিমিটেড মাই-এসকিউএল ডিবি

পাওয়ার প্যাকেজ
মূল্য=১০,০০০টাকা ৭,৫০০ মেগাবাইট, পিএইচপি-মাইএসকিউএল প্ল্যাটফর্ম আনলিমিটেড, মাইএসকিউএল ভি ৫.১.৩৪ আনলিমিটেড, পপ ৩ / ই-মেইল হ্যাঁ, সিপ্যানেল ১১.২৪এক্স ফ্যানটাসটিকো ও আরো অনেক...

আনলিমিটেড ফ্রিডম
মূল্য=১৮,৯৯৯ টাকা সীমাহীন গিগাবাইট / টিবি ডিস্ক স্পেস ব্যান্ডউইথ সীমাহীন গিগাবাইট / টিবি ৯৯.৯% আপটাইম গ্যারান্টি ফ্যান্টাসটিকো ৫০ ওভার প্রি-ইনস্টল স্ক্রিপ্ট! আনলিমিটেড পপ / আইএমএপি ইমেইল আনলিমিটেড ওয়েবসাইট ও আরো অনেক ...

বিঃদ্রঃ সার্ভার আপটাইম ঠিক রাখতে ও অনেক বেশী নিরাপদ এবং সুরক্ষিত রাখতে কোন প্রকার টেস্টিং পারপাস সাইট হোস্টিং করা হয় না। কিংবা অল্পদামের হোস্টিং বিক্রি করা হয় না।

About Domain | About Reseller | Home- Domain Registration