ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত সাধারণ তথ্যাবলিঃ
ব্যক্তিগত ওয়েব সাইট অথবা প্রতিষ্ঠান বা যেকোনো ধরনের ওয়েবসাইট খোলার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় একটি ডোমেইন নেম। এরপর প্রয়োজন হয় ডোমেইনটি হোস্ট করার জন্য সার্ভারে বরাদ্দকৃত ওয়েব স্পেস। সারা বিশ্বে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদান করে থাকে।

তবে ডোমেইন ও হোস্টিং এর ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে ভালো করে জেনে-শুনে, ভালো কোনো প্রতিষ্ঠান থেকেই নেয়াই ভালো। না হলে পরবর্তীতে নানা ধরনের বিপত্তির সম্মুখীন হতে হয়। নিচের বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে শুনে নিলে পরবর্তীতে এ নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হয় না-

ডোমেইন নেম কেমন হবে? অনেকেই ডোমেইন মানেই ডট কমকে মনে করে থাকে। তাই সব সময় ডট কমকেই প্রাধান্য দিতে হবে। যেন সহজে বানান করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। উদ্ভট কোনো ডোমেইন পছন্দ করে পাঠক কে ভড়কে দেয়া নিতান্তই বোকামির পরিচয়। যতটা সম্ভব ডোমেইন ছোট রাখার চেষ্টা করতে হবে। তবে সবার আগে খেয়াল রাখতে হবে যেনো অন্য কোনো ওয়েবসাইটের ডোমেইন নামের সাথে মিলে না যায়।
ডোমেইনের দামের ব্যাপারে চিন্তা করুন। অনেকেই ৫০০-৭০০ বা ৮০০ টাকায় ডোমেইন অফার করে থাকে। এদের পরিহার করুন। কারন ডোমেইন আইসিসিএএন হলো বিশ্বব্যাপী ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাদের ফি রয়েছে সাথে সার্ভিস প্রােভাইডারের সার্ভিস চার্জ যোগ হবে এবং রেজিষ্ট্রেশন চার্জ; সব মিলিয়ে ৮৫০ টাকার উপরে শুধু খরচই করতে হয় সার্ভিস প্রােভাইডারকে।

ডােমেইন রেজিষ্ট্রেশন এর দর-দামঃ
টপ লেভেল ডােমেইনের গড়পড়তা মূল্য সাধারণত ১,০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে। যত কম দামে ডােমেইন কিনবেন ততই প্রতারণার শিকার হবার সম্ভাবনা বেশী কিংবা সার্ভিস ততই খারাপ হবে। একটু বাড়তি দাম দিয়ে ডােমেইন কিনলে সবচে বেশি সার্ভিস পাবার সম্ভাবনা থাকে এবং ঠকার সম্ভাবনা নেই বললেই চলে। বুঝুন একটি কোম্পানী ৩৬৫ দিন সার্ভিস দেয়ার জন্য আপনার থেকে মাত্র ১৫০ থেকে ৫০০ টাকা নিয়ে থাকে যা নিতান্তই কোন লাভজনক নয়।

.কম.বিডি/.এডু.বিডি
টপ কান্ট্রি লেভেল ডোমেইনের দাম প্রথম ২ বছর ২৫০০ টাকা, পরবর্তী বছর থেকে ১,৫০০/- টাকা পর্যন্ত মার্কেটে বিক্রি হয়ে থাকে। এই লেভেলের ডোমেইন বাংলাদেশে বিটিসিএল থেকে রেজিষ্ট্রেশন করতে হয় এবং অথেনটিক ডকুমেন্টস প্রদান করতে হয়।
কমদামে ডোমেইন কিনে পরে প্রতারিত হওয়ার সম্ভবনা বেশি। যেমন- রিনিউ করার সময় আপনার কাছ থেকে অনেক বেশি টাকা দাবী করা হতে পারে। অথবা সাইট জনপ্রিয় হলে ডোমেইনটি হাইজেক করা হতে পারে।
ডোমেইন নির্বাচন করা এবং কেনা শেষে ডোমেইন হোস্ট করতে হবে। হোস্টিং ছাড়া ডোমেইন দিয়ে কোন কাজ হবে না। তাই হোস্টিং প্রোভাইডার নির্বাচন করার আগে কি কি বিষয় ভেবে দেখতে হবে তা জেনে নেই। বিস্তারিত

ওয়েব পেজঃ
ওয়েব সাইটের এক একটি হাইপারলিংক বা পেজ কে ওয়েব পেজ বলা হয়ে থাকে।

ওয়েব সাইটঃ
অনেকগুলো স্বতন্ত্র হাইপারলিংক বা পেজ মিলে একটি ওয়েব সাইট হয়ে থাকে। ওয়েবসাইট হচ্ছে এমন একটি আধুনিক মাধ্যম যার সাহায্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের পরিচয়কে বিশ্ববাসীর সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে।

ওয়েব ডিজাইনঃ
ওয়েব এ ব্রাউজ/সার্ফ করার উপযোগী করে যে ডকুমেন্ট তৈরি করা হয় তাকে ওয়েব ডকুমেন্ট বলে। এই ডকুমেন্ট বিভিন্ন লে-আউটে সুশৃঙ্খল ভাবে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার কৌশলই হচ্ছে ওয়েব ডিজাইন। যা একজন দক্ষ ও প্রফেশনাল ওয়েব ডিজাইনার করে থাকেন। এই ডকুমেন্ট তৈরি করার জন্য অনেক গুলো টুলস রয়েছে আবার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করেও ওয়েব ডিজাইন করা যায়। ওয়েব ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অামাদের সাথে যোগাযোগ করুন।

ডোমেইন এন্ড হোস্টিং
একটি ওয়েবসাইট তৈরির জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ডোমেইন এবং হোস্টিং সেট আপ। আপনি যদি লোকাল ডোমেইন-হোস্টিং নেন তাহলে আপনার হোস্টিং কোম্পানীই এই কাজটি করে দিবে।

About Hosting | About Reseller | Home- Domain Registration